ঢাকা: একেই বলে মড়ার উপর খাঁড়ার ঘা! মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মেহনাজ আফরিন হুমাইরার (৮) লাশ নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পথে সেই লাশবাহী অ্যাম্বুলেন্সও উল্টে গেলো!
এই ঘটনায় আত্মীয় স্বজনেরা আহত হয়েছেন। সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এই ঘটনাটি ঘটে।
হুমাইরার লাশ নিয়ে রাতে অ্যাম্বুলেন্সে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তেলিপাড়া এলাকায় যাচ্ছিলেন পরিবার।
অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে লেগে উল্টে যায়। তবে লোকজন এত বেশি জখম হননি।
পরে অন্য অ্যাম্বুলেন্সে করে তাঁরা যান।