ঢাকা: এবি পার্টি একহাত নিলো অন্তর্বর্তী সরকারকে।

এর আগেই কিন্তু ব্যারিস্টার ফুয়াদ বলেছিলেন ড. ইউনূসের সরকার মোটাদাগে সফল।

বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দুইমাস আগেই বলেন, “এতে বাংলাদেশের গত ৫ দশকের মালয়েশিয়া ও সিঙ্গাপুর হওয়ার আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে যাবে।”

“বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে কোনো সরকার আগে কখনো আবির্ভূত হয়নি।”

তা হঠাৎ করে এত সমর্থনে ভাটা পড়লো কেন? এবি এমন ক্ষেপে উঠলো কি ভাগ না পেয়ে?

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ঐক্য গঠনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলটির দাবি, ঐ সময়ের পরিবর্তনের সুযোগে যে রাজনৈতিক বিভেদ সৃষ্টি হয়েছে, তার জন্য সরকারই মূলত দায়ী।

বুধবার (২৩ জুলাই) প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে এই মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, “আমরা সবাই বিপদের মধ্যে ছিলাম। জাতীয় ঐক্য প্রয়োজন ছিল। কিন্তু সরকার শুরু থেকেই বিভেদের পথে হেঁটেছে। যারা একসময় স্বৈরাচারবিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়েছিল, আজ তারা বিভক্ত।”

সরকারের ব্যর্থতা ও সীমাবদ্ধতা তুলে ধরে মঞ্জু বলেন, “যদি সংস্কার ঠিকমতো করতে না পারেন, যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারেন, তাহলে দায়িত্ব থেকে অব্যাহতি নিন। দুর্বল সরকার কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে না—এটা এখন স্পষ্ট।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *