ঢাকা: বন্ধ হয়ে গেছে ব্যাংকগুলোর অনলাইনে তাৎক্ষণিক গ্রাহক হিসাব খোলা।

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডারে নাগরিকদের তথ্য যাচাই সীমিত করে দেওয়ায় বন্ধ হয়ে গেছে।

প্রবাসীরাও এতে করে চাপে পড়েছেন।
বিদেশে বসে দেশের ব্যাংকগুলোতে প্রবাসীদের হিসাব খোলার সুযোগ এখন বন্ধ রয়েছে।

শুধু তাই নয়, সনাতন পদ্ধতিতে হিসাব খুলতে গিয়েও প্রচুর ভোগান্তিতে পড়ছে ব্যাংকগুলো।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় তথ্যভান্ডার পরিচালনা করে।

তবে তথ্য ফাঁস হওয়ার পর সুরক্ষা, নিরাপত্তা, তথ্যের অপব্যবহার রোধে গুরুত্ব দেয়া হচ্ছে। এবং নাগরিকদের তথ্য যাচাই সীমিত করার পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে তথ্য যাচাইয়ের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন।

সেখানে শুধুমাত্র নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) যাচাই করা যাচ্ছে, আর কিছু নয়।

তবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শুধু ওই তথ্যের ভিত্তিতে হিসাব খুলতে দিচ্ছে না।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী জানাচ্ছেন, ‘অনলাইনে পরিচয়পত্র যাচাই করতে না পারায় তাৎক্ষণিক হিসাব খোলা যাচ্ছে না। এখন সনাতন পদ্ধতিতে যাচাই করতে হচ্ছে। এতে সময় অনেক লাগছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *