ঢাকা: ফের বিমানে যান্ত্রিক ত্রুটি। বিমানের নামেই এখন জনগণের প্যানিক অ্যাটাক হচ্ছে! এত অসামঞ্জস্য, দায়ীত্বহীনতা দেশের মানুষকে ভোগান্তিতে ফেলেছে।
২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এলো বিমান।
যান্ত্রিক ত্রুটির কারণে বিমান দুর্ঘটনায় এতগুলো মানুষ মারা গেছে,আবার বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটি?
দায়িত্বপ্রাপ্তরা সবাই ক্ষমতায় বসে শুধু টাকা গুণছেন। মানুষের জানমালের নিরাপত্তার দিকে কোন খেয়াল নেই।
চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এই কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে।
দুবাই থেকে আসা ফ্লাইটটি বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরপর ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পৌঁছাতে আর পারেনি।
একটু পরেই সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
