টেকনাফ: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পানি প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে, এবং সাগর উত্তাল হয়ে উঠেছে।
সাগরের প্রবল ঢেউয়ের আঘাতে ফের মেরিন ড্রাইভের কক্সবাজারের টেকনাফের আড়াই কিলোমিটার সড়কজুড়ে ভাঙন দেখা দিয়েছে।
এতে বিরক্ত হয়ে উঠেছেন স্থানীয়রা। সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কে প্রায় ১০টি স্থানে ভাঙন হয়েছে।
এর আগেও এই ঘটনা হয়েছে। জিও ব্যাগ দেওয়া হয়েছিল।
কিন্তু এগুলোতে কী আর পানি ঠেকানো যাবে?
এবার সেই জিও ব্যাগ উপচে জোয়ারের ঢেউয়ের ধাক্কায় আড়াই কিলোমিটার এলাকার অন্তত ১০টি স্থানে ভাঙন ধরেছে।
চাষের জমিও ক্ষয়ক্ষতি হচ্ছে পানিতে। চাষের জমিতে জোয়ারের পানি ঢুকে পড়ছে।
এখন গ্রামবাসীদের মনে প্রবল আশঙ্কা দেখা গিয়েছে। সড়ক পুরোপুরি ভেঙে গেলে পাশের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সরকারের দৃষ্টি না থাকার জন্য জনগণকে এইভাবে প্রতিবছর ভুগতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মেরিন ড্রাইভে ভাঙনের পেছনে একটি বড় কারণ জমি ভরাটে সমুদ্র থেকে বালু তোলা।
ট্যুরিজম পার্ক গড়ে উঠা ও জমির দাম বাড়ায় প্রভাবশালীরা অবৈধভাবে বালু তুলে জমি ভরাট করছেন। এতে করে সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে।
সংস্কার, মেরামতের তো নাম নেই।
মেরিন ড্রাইভ সড়কের ভাঙন রোধ করতে দ্রুত রক্ষণাবেক্ষণ ও জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে সড়কটির বেশ কিছু অংশ সাগরে বিলীন হয়ে যেতে পারে।