সাতক্ষীরা: ক্ষমতায় আসার আগেই ক্ষমতার জোর দেখাচ্ছে বিএনপি। হামলা, চাঁদাবাজ,‌খুন‌খারাবি এই দলের রক্তে।

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির কাউন্সিলকে ঘিরে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে শ্যামনগর পৌরসদরের নকিপুর এইচসি পাইলট বিদ্যালয় চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী ও বিএনপি কর্মী আনোয়ার-উস শাহাদাতসহ তিনজন আহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনা ঘটে পৌরসদরের ৯টি ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষ্যে কাউন্সিলের ভোট গ্রহণের সময় জাল ভোট দেয়াকে কেন্দ্র করে।

সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, জাল ডেলিগেট করে ভোটগ্রহণের প্রতিবাদ করায় এই হামলা হয়েছে।

এতে তিনি কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা জেলা নেতৃবৃন্দকে দায়ী করেন।

উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশেক ইলাহী মুন্নার কর্মী সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *