টাঙ্গাইল: বাংলাদেশে নারী ধর্ষণ প্রতিদিন হচ্ছে কোথাও না কোথাও। সরকারের কোনো পদক্ষেপ নেই এর বিরুদ্ধে। দেশ উচ্ছন্নে যাক, দেখার সময় নেই মহাজনের।
এবার ঢাকা থেকে ভুল ট্রেনে ওঠার পর টাঙ্গাইলে রেলস্টেশনে নামা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করলো ধর্ষকরা।
ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এই ঘটনা ঘটে বলে ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ জানান।
যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা- দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭)।
কিশোররাও ধর্ষণ শিখছে। বাংলাদেশের সংস্কৃতি কবে এমন ছিলো? এই সোনার বাংলা আজ কোথায় গিয়ে পৌঁছেছে?
এই ধর্ষকরা পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ বলেন, ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি গৃহকর্মীর কাজ করেন।
চট্টগ্রাম যাওয়ার জন্য শুক্রবার রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে আসেন। পরে সেখান থেকে তিনি ভুল করেই উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন।
ট্রেনে উঠে হঠাৎ তিনি ঘুমিয়ে পড়েন, পরে ঘুম ভাঙ্গলে যাত্রীদের কাছে জিজ্ঞাসা করে বুঝতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন।
রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে ট্রেন থেকে নেমে যান ওই নারী এবং স্টেশনে থাকা জিআরপি পুলিশকে বিষয়টি অবগত করেন।