ঢাকা: লাশ, মব, ছিনতাই, ডাকাতির স্বর্গরাজ্য বানিয়েছেন ইউনূস বাংলাদেশকে। একজন লোভী, দেশ ভক্ষক ব্যক্তি দেশটাকে গিলে খেয়েছেন বাহিনী দিয়ে।
ইউনুস সব পুড়িয়ে ছাই করে দিতেই এদেশে এসেছেন,একটার পর একটা স্কুলে আগুন,ইন্ডাস্ট্রিতে আগুন, খুন, লুটতরাজ, ছিনতাই চলছেই।
তিনি পদত্যাগ করতে আসেননি। যতদিন দেশের কঙ্কাল না বেরোবে ততদিন শোষণ চলবে।
এবার ঢাকার মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন ।
নিহতের নাম ফজলে রাব্বি সুমন (২৬)। তিনি হার্ডওয়্যারের দোকানের কর্মচারী।
রাজনীতি করেন ষাঊ, দলবল নেই, নিরীহ মানুষ গুলো এভাবেই শিকার হচ্ছেন।
মোহাম্মদপুরে বোনের বাসায় বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে পড়েন তিনি।
টাকা পয়সা, মোবাইলের কারণে বলা হচ্ছে ছুরিকাঘাত করা হয়েছে।
সুমনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক ফারুক।
তবে কে ছুরি মেরেছে, তাদের এখনো ধরতে পারেনি পুলিশ।