ঢাকা: ভুয়া নাটক চলছে দেশে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (২৬ জুলাই) বিকেলে দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ, নির্বাচন ইত্যাদি ইস্যু নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ১৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বৈঠক হচ্ছে দফায় দফায়, সমাধান কোথায়?

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান বলেন, ‘নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে।

প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *