ঢাকা: লন্ডনে থেকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলে, প্রবাসীদের ভোটাধিকার ১০০% নিশ্চিত তো করতেই হবে।

নুরের কথায় সেটাই তো পরিষ্কার। নির্বাচনের খবর নেই, তার আগে হাজারো কথা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার ও সংসদে তাদের ১০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

নুরুল হক নুর বলেছেন, অনেকেই নিজেদের স্বার্থে আমাদের ব্যবহার করেছে। কিন্তু আমরা সংগ্রাম করেছি নিজেদের বুদ্ধি ও বিবেকের তাড়নায়।

আমাদের অনেকভাবে বিনাশ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি। এই ঘুরে দাঁড়ানোর পেছনে প্রবাসী অধিকার পরিষদ ও প্রবাসী ভাই-বোনেরা বড় ভূমিকা রেখেছে।

তিনি বলেন, আমাদের সফলতার পেছনে কোনো বড় ডোনার ছিল না, কিন্তু এই প্রবাসীরাই বিপদে আমাদের পাশে ছিল, তারা আমাদের সফলতার একটি অংশ। সংসদে তাদের জন্য ১০ শতাংশ প্রতিনিধিত্ব দিতে হবে। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *