ঢাকা: মাইলস্টোনের দুর্ঘটনাটি পরিকল্পিত, চিনের সাথে চুক্তি শেষ করে আমেরিকার কাছ থেকে বিমান কেনার জন্য এই দুর্ঘটনা ঘটানো হয়েছে।

যেখানে সব দেশ খুব সুন্দরভাবে ট্রেড ডিল করে ফেলল সেখানে খোদ আমেরিকার পরম বন্ধু ইউনুস সাহেব একটা ডিলে যেতে পারলেন না।

শুল্ক কমাতে পারলেন না আলোচনা করে। সবার আগে সুযোগ পেয়ে আগে দেশের মানুষকেই ফের বিপদে ফেলেছেন ইউনূস।

বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি বিমান কেনার জন্য অর্ডার করা হয়েছে। এবং যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তিও হয়েছে।

বোয়িং কেনার মাঝেই আগামীকাল (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রে রওনা দেবে বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
রোববার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বাণিজ্য সচিব বলেন, শুল্ক চুক্তির খসড়া পাওয়ার পর কয়েক দফায় আমরা কাজ করেছি। ওয়াশিংটনে দুই দফা সরাসরি এবং অনলাইনে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অফিসে ২৯ ও ৩০ জুলাই সরাসরি বৈঠক হবে।

সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য সচিব উপস্থিত থাকবেন। ৩১ তারিখও একটি সভা হতে পারে।

বাংলাদেশের প্রতিনিধি দল আগামীকাল সন্ধ্যায় রওনা দেবে। যেহেতু তাদের সাথে আলোচনা চলছে ১ আগস্টের মধ্যেই হয়তো শুল্কের বিষয়ে ফলাফল হয়ে যাবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *