ঢাকা: মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিককে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
একজনের পর একজন গ্রেপ্তার হচ্ছেন লীগ নেতারা! ভুয়া মামলা দিয়ে চেইন গ্রেপ্তারি চলেছে।
মোশাররফ হোসেন প্রধান মানিক নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে তথ্য দিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।
তিনি জানান, গ্রেপ্তারের পর মানিককে মিন্টো রোডে ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।