ঢাকা: কথায় আছে না অন্তিম সময় লোকে কিছু একটা ধরে হলেও বাঁচতে চায়, সেই অবস্থা হয়েছে ইউনূসের।
বিশ্বখ্যাত শান্তির নোবেলজয়ী এখন গলা অবধি পানিতে ডুবে ট্রাম্পের পা ধরে হলেও বাঁচতে চাইছেন।
এখন শেষ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে চাইছে বাংলাদেশ সরকার।
ট্রাম্প ঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হতে বাকি দুই চারদিন।
এজন্য দেশটি থেকে গম, তুলা, এলএনজি ও উড়োজাহাজ কেনার উদ্যোগ নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে ২৫টি ওয়াইড বডি বিমান কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।
উড়োজাহাজগুলো কিনতে সম্ভাব্য ব্যয় হতে পারে প্রায় ৪৮০ কোটি ডলার বা প্রায় ৬০ হাজার কোটি টাকা।
এদিকে, শুল্ক নিয়ে তৃতীয় দফা আলোচনার জন্য আজ যুক্তরাষ্ট্র রওনা হবে বাংলাদেশের প্রতিনিধি দল।
দলে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।