ঢাকা: জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪ টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের বলেন-

‘প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।’

ইউনূস সাহেব নির্বাচনের দিনক্ষণ অবধি ঘোষণা করে ফেলবেন নাকি বলেছেন, তা এখন বিএনপি বলছে আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) প্রধান উপদেষ্টার জানানো উচিত।

এদিকে, দিনক্ষণ পর্যন্ত ঘোষণা হয়ে যাচ্ছে, এদিকে নাকি ইসি জানেই না নির্বাচন হতে চলেছে!

কী তাসের খেলা চলেছে বাংলাদেশে।

তাহলে যা স্পষ্ট সেটা হচ্ছে, নির্বাচন নিয়ে বিএনপির নেতাদের মিথ্যা প্রচারণার মুখোশ জাতির সামনে খুলে দিল।

নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার কোন কথা হয়নি।

আর বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের ব্যপারে যে আলোচনার কথা হয়ছে বলে জাতির সামনে বক্তব্য দিচ্ছে,তা বানোয়াট।

আসলে বাংলাদেশে এখন নির্বাচন হবেই না। নির্বাচন নির্বাচন করে জাতির মস্তিষ্ক ঘুরিয়ে রাখার চেষ্টা চলছে।

আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) প্রধান উপদেষ্টার জানানো উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সবসময় দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি- লন্ডনে বৈঠকের পর প্রতিশ্রুত এবং সম্মত দিন-তারিখ-মাস, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে।

যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে বিষয়টি প্রধান উপদেষ্টার জানানো উচিত অথবা তার অফিস থেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *