রংপুর: ইসলামিক জঙ্গি সংগঠন এনসিপির প্রধান জঙ্গি নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না।

একটার পর একটা মন্দির, গ্রাম উজাড় করে দেয়া হচ্ছে ভেঙে, আগুন‌ লাগিয়ে। আর এখন তিনি সাফাই মন্ত্রী সেজে সাফাই দিচ্ছেন!

তাছাড়া পাহারা দিয়েও আর লাভ কী? হিন্দুদের যেখানে বসবাস করতে দেয়া হবে না, মন্দির, সনাতনী ঘর তারা এমনিতেই ভাঙবে- তাহলে আর পাহারা দিয়ে কী হবে?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হব। এই বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আসবে না। কখনো মন্দির পাহারা দিতে হবে না।

রক্ষক যখন ভক্ষক তখন পাহারা দিয়ে কী হবে?

তিনি বলেন, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা—সবাই নির্বিঘ্নে নিরাপত্তার সহিত প্রার্থনা করতে পারবেন। আমরা প্রত্যেকটি ধর্ম, জাতি এবং ধর্মীয় যে সাংস্কৃতিক স্বাধীনতা রয়েছে, আমরা সেটার পক্ষে কথা বলছি।

রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর শহরের ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তা এত বক্তব্য যে দিলেন, এই চাঁদাবাজ, জঙ্গীদের কানে রংপুরের ঘটনা পৌঁছায়নি? নাকি ঘটনা ঢাকতে সাফাই দিতে গিয়েছেন!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *