ঢাকা: আসলে সুস্থ রাজনীতি নয়, হত্যার লাইসেন্স চায় বিএনপি-ছাত্রদল!

এটা সেই বিএনপি-ছাত্রদল, যারা গণতন্ত্রের মুখোশ পরে পেছনে ছুরি মারে, যারা ইতিহাসে বারবার রক্তাক্ত অধ্যায় রচনা করেছে।

এখন মৃত্যু স্মরণের রাজনীতিতে লেগেছে বিএনপি, ছাত্রদল। বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এখন ছাত্রদল।

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল।

এই অনুষ্ঠান সফল করতে আহ্বান জানায় ছাত্রদল। ৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশ সফল করতে মঙ্গলবার (২৯ জুলাই) জরুরি সভা ডেকেছে সংগঠনটি।

২৭ জুলাই রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় সংসদের সঙ্গে ঢাকা বিভাগের সব জেলা ও মহানগর ইউনিটের সুপার ফাইভের নেতাদের জরুরি সভা আগামী ২৯ জুলাই দুপুর ২টায় ভাসানী ভবনে অনুষ্ঠিত হবে।

একই স্থানে ওইদিন বিকেল ৪টায় সারাদেশের সব জেলা ও মহানগর (ঢাকা বিভাগ ব্যতীত) ইউনিটের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *