ঢাকা: নেজামে ইসলাম পার্টির সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবের সাক্ষাৎ হয়েছে।

নেজামে ইসলাম পার্টি ১৯৭১ সালে অখন্ড পাকিস্তানের পক্ষে ছিলো।স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে। আপাতদৃষ্টিতে বিএনপির কাছে তারা ভালো।

উল্লেখযোগ্য যে, জামায়াতে ইসলামী তো বিএনপির সাথে দীর্ঘ ভোট এবং জোটের সঙ্গী। তারাও খানিকটা অন্যায়ের প্রতিবাদ করায় এখন খারাপ। আবার জামায়াতও অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে বিএনপির সাথে।

বিএনপির চরিত্র এটাই। সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি।

এর আগে, বিএনপি, চরমোনাই এর সাথেও বৈঠক করেছিলো। যখন চাঁদাবাজির বিরুদ্ধে ওরা কথা বললো তখন তাদেরকে স্বৈরাচারের দোসর,চরের দল সহ নানা কুৎসা রটনা করলো। এইতো বিএনপি।

যাই হোক , রোববার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বৈঠকে করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *