গোপালগঞ্জ: অধিকাংশ মসজিদ অবৈধ দখলকৃত জমির উপর তৈরী, নাহ তাতে দোষের কিছু নয়। সব দোষ ঐ হিন্দুদের মন্দিরে আর গোপালগঞ্জে!
সারা দেশ ছেড়ে টার্গেট শুধু গোপালগঞ্জ, এভাবে নাহলে ওভাবে, ওভাবে নাহলে এভাবে। ইউনূস, এনসিপি, জামায়াত জঙ্গীরা একত্রে মিশে দেশকে উচ্ছন্নে নিচ্ছে।
প্রশ্ন আসছে, ‘আমাদের কোটালীপাড়ায় কি শুধু অবৈধ স্থাপনা আছে বাংলাদেশের আর কোনো এলাকাতে নেই? কিছু দিন ধরে দেখতেছি সব ভেঙ্গে চুরে শহীদ করে দিতেছে’।
কোটালীপাড়া উপজেলার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের মহাযজ্ঞ শুরু হয়েছে। উপজেলা কার্যালয়ের সামনে থেকে পশ্চিম পাড় বাসস্টান পর্যন্ত সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
যদিও বলা হচ্ছে অবৈধ!
ছোট বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে সড়ক ও জনপদ বিভাগ থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
গোপালগঞ্জ এখন ইউনূস বাহিনীর টার্গেট। সেনা দিয়ে গণহত্যা চালিয়েও মন ভরেনি, তাই এখন আরেকভাবে শুরু করেছে অত্যাচার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ধরনের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। এতে সড়ক ও জনপদ বিভাগের ২ একর জমি দখলমুক্ত করা হলো।