ঢাকা: সারাদেশে এনসিপি এবং সমন্বয়কদের চাঁদাবাজি, দখল, যেগুলো এতদিন প্রকাশ পায়নি সেগুলো এখন প্রকাশ পাচ্ছে।

অভিশপ্ত জুলাই কাণ্ডে এখন পুড়ছে দেশ জ্বলছে মানুষ।

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের পরিবারের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

২৬ জুলাই চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তবে এগুলো সবই আই ওয়াশ।

উঠতে বসতে চাঁদাবাজি করে এরা দিন কাটাচ্ছে।

আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ এবং অপু একটি গ্রুপ করে চাঁদাবাজি করে আসছিলেন।

হুমকি, ধামকি চাঁদাবাজি করে পকেট ফোলানোর কারবারই তো এই জুলাই ষড়যন্ত্র।

চক্রটি শাম্মী আহমেদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে এবং ঘটনা প্রকাশের আগেই ১০ লাখ টাকা নিয়ে যায়।

এই চাঁদাবাজ জঙ্গী রিয়াদের নেতৃত্বে আ. লীগের আরেক এমপির কাছ থেকে নেওয়া হয় ৫ কোটি টাকার চেক।

এদিকে, কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখার আন্দোলনের অন্যতম সমন্বয়ক তানিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি এবং এক ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগ উঠেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *