ঢাকা: কাঙ্গাল থেকে জমিদারের নাতি হওয়া এক একজন এখন গণতন্ত্রের স্লোগান তোলে।
টিউশনি করে, হাওয়াই চটি পায় দিয়ে এক একজন চলাফেরা করতো। আজ তারা গাড়ি ছাড়া চলে না। ৬ টাকা থেকে ৬ কোটির মালিক মাস্টারমাইন্ড সন্ত্রাসী মাহফুজ আলম এখন বাতেলা দেয়।
মাহফুজ আলম ষড়যন্ত্রকে গণঅভ্যুত্থান আবার বিপ্লব বলে জুলাই সনদ ঘোষণা করে তাদের সকল পাপ ধুয়ে মুছে সাফ করে দিতে চায়!
আমাদের মহান মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে গড়ে ওঠা সংবিধানকে বাদ দিয়ে নতুন সংবিধান ঘোষণা করতে চায়। এটাই তাদের মূল উদ্দেশ্য এখানে কোন আদর্শ কাজ করছে না!
জুলাই সনদ ষড়যন্ত্র, জুলাই ঘোষণাপত্র ষড়যন্ত্র। ভাড়াটে ‘জুলাই সনদ’ আন্দোলনকারীর কাছে আহত হওয়ার প্রমাণ দেখতে চাইলে সাংবাদিকের ওপর চড়াও হয়, গায়ে পর্যন্ত হাত তোলা হলো!
এটাই ইউনূস সরকারের তথাকথিত ‘জুলাই সনদ’ নাটকের আসল রূপ।
মুহাম্মদ ইউনূস মিথ্যে বলেননি, তিনি মিথ্যা বলতে পারেন না। ইউনূস Clinton Global Initiative আয়োজিত Leaders Stage এ বলেছেন, সবকিছু পূর্ব পরিকল্পিতভাবেই সাজানো হয়েছে, পরিকল্পনা অনুযায়ী সব বাস্তবায়ন করা হয়েছে।
এই যেমন- আবু সাঈদকে হত্যা করা, ৭.৬২ অস্ত্রের ব্যবহার, বিটিভিতে আগুন, গণভবনে লুটপাট, ৩২ নম্বর বাড়িতে আগুন, ৪৫০টি থানা একসাথে আক্রমণ, ১৯৩ জন পুলিশ হত্যা, ১৭টি কারাগারে আক্রমণ, টার্গেট করে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা ও অগ্নিসংযোগের ঘটনাগুলো সুপরিকল্পিতভাবেই হয়েছে
পূর্ব পরিকল্পিতভাবেই জঙ্গিদের ছিনিয়ে নেয়া এবং শত শত মানুষের মৃত্যুর দায় ইউনূস ও তার কথিত সমন্বয়কদের।
এখন ওরা সনদ আনবে।জুলাই ঘোষণাপত্র আনবে।
সন্ত্রাসী জঙ্গী মাহফুজ আলম বলেন,
৫ আগস্ট বা এর আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শনিবার (২ আগস্ট) সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র্যালি শেষে সমাপনী বক্তব্যে এ কথা বলেন।
বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার।
সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে বাংলাদেশ পরিবর্তিত হবে। সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।
‘এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কি না, তা আমরা এখনো জানি না।
আমরা মনে করি, মূলত যেই যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেন্সাস আছে, ঐকমত্য আছে, ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে।
৫ আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো ঘোষণা হবে ৫ আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে হতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান যারা করেছেন, একটা ডিক্লারেশনের মাধ্যমে তাদের একটা দালিলিক প্রমাণ থাকবে।
আসলে আমরা কোন কোন এসপিরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম, জুলাই গণঅভ্যুত্থান কেন সংঘটিত হয়েছিল এবং আমরা কোন দিকে আমরা যাত্রা করতে চেয়েছিলাম, তার দালিলিক প্রমাণ থাকবে।