সাতক্ষীরা: আদার গায়ে জ্বর! শুধু আদা নয়, দেশের প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া।

সাতক্ষীরার মসলা বাজারে এক সপ্তাহের ব্যবধানে আদার দাম কেজিপ্রতি বেড়েছে ৬০-৬৫ টাকা।

সরবরাহ ঘাটতি মসলাপণ্যটির দাম বাড়ার প্রধান কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড় বাজারে গতকাল মেসার্স মামা ভাগ্নে ভাণ্ডারে আদা পাইকারি বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৬০ থেকে ১৬৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১০০ টাকা।

এক সপ্তাহে এত দাম বৃদ্ধি ক্রেতারা নিতে পারছেন না। তবে ক্রেতারা নিতে পারলেও কি না পারলেও কি দামের হেরফের নেই।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জহুরুল হক জানান, ৮-১০ দিন ধরে বাজারে সরবরাহ কমে গেছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে।

সরবরাহ সবসময় কমে না। কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করা হয়। সময়ে সময়ে বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী এই পথে চলেন। ফলে তাদের উপর থেকে আস্থা উঠে গেছে জনগণের।

খুচরা বাজারেও একই প্রভাব পড়েছে। মেসার্স সরদার স্টোরে আদা বিক্রি হয়েছে কেজিপ্রতি ২০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৪০ টাকা।

এছাড়াও দেখা গেছে দেশীয় বাজারে ফার্মের মুরগির ডিমের দাম হঠাৎ বেড়েছে। প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ১০ টাকা।

এ ছাড়া তিন সপ্তাহ ধরে ব্রয়লার ও সোনালি মুরগির দামও বেশি রয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, ঢাকায় ফার্মের মুরগির এক ডজন বাদামি ডিম বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। এক সপ্তাহ আগেও এক ডজন ডিমের দাম ছিল ১২০-১২৫ টাকা।

কাঁচা মরিচের কেজি তো এখনো ২০০-র উপরে। বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হয়েছে।

করলা, কাঁকরোল, বেগুন, বরবটিসহ অধিকাংশ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *