রাঙামাটি: বৃষ্টি, ধসে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের লোকজনের অবস্থা নাজেহাল!
টানা ভারী বর্ষণের ফলে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি সড়কে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর ফলে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
রোববার (৩ আগস্ট) সকাল থেকেই বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের একটি এলাকায় পাহাড় ধসে পড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা যাচ্ছে, সকালের দিকে বহু যানবাহন মাঝপথে আটকে পড়েছে এই ধসের কারণে।
স্থানীয়রা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে এই সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং পাহাড়ি ঝুঁকিপূর্ণ অংশে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে বৃষ্টিপাত হলেই যোগাযোগ ব্যবস্থা একটুতেই ভেঙে পড়ে।
প্রতিবার বৃষ্টিতে এমন দুর্যোগের মুখে পড়তে হয় জনগণকে।
বর্তমানে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ধস সরিয়ে সড়ক চলাচলের উপযোগী করার চেষ্টা করছে।