কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটের আলিয়ারা সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে!

হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রয়োগ করার দাবি উঠেছে।

জানা গিয়েছে, কুমিল্লার নাঙ্গলকোটে চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলাউদ্দিনকে (৫৫) সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করেছে হামলাকারীরা।

উপজেলার আলিয়ারা গ্রামে এই ঘটনাটি ঘটে।

আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা চলছিলো বলা হচ্ছে যদিও ঘটনা‌ ভিন্ন হতে পারে।

জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে শেখ ফরিদ ও সালেহ আহাম্মদ মেম্বার ও নিহত আলাউদ্দিন মেম্বার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল।

তারপরেই এই হত্যাকাণ্ড!

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, ‘একজনের হত্যার খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থল উপস্থিত হয়েছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *