ঢাকা: নির্বাচনী ঢেউ উঠিয়ে জনগণকে বোকা বানিয়ে রাখা হয়েছে। এতদিনেও নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলো না!
আর এর মধ্যে দলগুলোর চালচুলোর ঠিক নেই, এরা আসছে নির্বাচন করতে!
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে যে ১৪৫টি দল এবার নিবন্ধনের আবেদন করেছে, তার মধ্যে ৬৫টি নতুন রাজনৈতিক দল নিবন্ধিত হওয়ার দৌঁড়ে শুরুতেই হোঁচট খেয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র এদের জমা দেয়ার সামর্থ্য নেই। কারো ছাদে, কারো বাথরুমে অফিসঘর হলে তো কাগজ জমা দিতে পারবে না এটাই স্বাভাবিক।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনের জন্য আবেদনের পর নির্বাচন কমিশনের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় এই দলগুলোর নিবন্ধন পাওয়া হয়তো হবে না।
দেখা গেছে, রবিবার শেষ দিনে নিবন্ধনের লড়াইয়ে টিকে থাকল নতুন দল এনসিপিসহ ৮০টি দল।
এই এনসিপি, জামাত, কোনোভাবেই নির্বাচন চায় না। এইসব শুধু লোকদেখানো।
এখন বাছাইয়ের পর যাচাইয়ের জন্য পর্যালোচনা করে ইসির কাছে যোগ্য দলের তালিকা উপস্থাপন করবে নিবন্ধন সংক্রান্ত কমিটি।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এই বিষয়ে জানিয়েছেন, ৮০টি দল নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণে তথ্য জমা দিয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, সব আবেদন পর্যালোচনা করবে বাছাই কমিটি। এরপর নিবন্ধন আবেদন মঞ্জুর বা না-মঞ্জুর এর বিষয়গুলো তুলে ধরে ইসির কাছে উপস্থাপন করা হবে। কোন দল টিকে থাকল তা জানানো হবে।