চট্টগ্রাম: সাবেক সেনাপ্রধান এম হারুন উর রশীদ (বীর প্রতিক) এর রহস্যজনক মৃত্যু! চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের একটি কক্ষ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তবে এই মৃত্যু মোটেও স্বাভাবিক মৃত্যু নয়।

এটিও একটি হত্যাকাণ্ড! হাটহাজারীর কৃতি সন্তান, সাবেক সেনাপ্রধান জনাব হারুন অর রশীদ সাহেবের মৃত্যুর মূল কারণ উনি একজন বীর মুক্তিযোদ্ধা,

দ্বিতীয় কারণ ২০০০ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় উনি সেনাপ্রধান হয়েছিলেন।

ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে
আরও অনেক কিছু সামনে আসবে।

এভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে একে একে মেরে ফেলবে জঙ্গি ইউনূস!

এম হারুন-অর-রশীদ বীরপ্রতীক খেতাবে ভূষিত একজন বীর মুক্তিযোদ্ধা। ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত তিনি দেশের দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ডেসটিনি মাল্টি পারপাস কোঅপারেটিভ সোসাইটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, “আজকে এখানে আমাদের একটি মামলার হাজিরার তারিখ ছিল।

আমরা সবাই কোর্টে এসেছি। কিন্তু সময় হয়ে যাওয়ার পরও উনি আসছিলেন না, উনাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না।

“গেস্টহাউজে বলার পর তারা ঘরে ঢুকে দেখে ঘরে অচেতন অবস্থায় পড়ে আছেন উনি। পরে সিএমএএইচের লোকজন এসেছে। তারা এসে দেখেছে উনি আর বেঁচে নেই।”

এই মৃত্যুকে স্বাভাবিক কোনোভাবেই নিতে পারছেন না দেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ।

যদিও প্রশাসনের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু, তবে ঘটনার সময়, স্থান ও প্রেক্ষাপট অনেকের কাছেই সন্দেহজনক বলে মনে হচ্ছে।

কী কারণে তিনি সেখানে ছিলেন, শেষ মুহূর্তে কারো সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না এসব নিয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *