ঢাকা: মৌলবাদী দলগুলো ইসলাম রক্ষার নামে লেবাস পরে আছে বছরের পর বছর। অথচ তাদের দিয়েই ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ।

জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের বিষবৃক্ষ জামায়াত-হেফাজতের রাজনীতি।

জামায়াত-হেফাজতিরা বাংলাদেশকে আফগানিস্তান বা পাকিস্তানের মতো জঙ্গি-মৌলবাদী-সন্ত্রাসী রাষ্ট্র বানাবার চেষ্টায় লিপ্ত ।

জামায়াত-হেফাজতের একমাত্র উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া ও বাংলাদেশের ক্ষমতা দখল করে স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করা।

এবার দুই ইসলামি দলের লেগেছে গণ্ডগোল।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল জামায়াতে ইসলামী। এমনকি তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট।

কেননা জামায়াতে ইসলামীর দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি।

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার একটি কমিনিউটি সেন্টারে সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়েকেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণের ব্যানারে এই আয়োজন করা হয়।

মহিবুল্লাহ বাবুনগরী বলেন, জামায়াত প্রকৃত ইসলামি দল নয়, তারা ভণ্ড ইসলামি দল। তারা প্রকৃত ইসলামকে ধারণ করে না। তারা মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়।

তিনি বলেন, আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না।

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে হেফাতজের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *