রংপুর: ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আবহে বাগডোগরা সেনা ক্যাম্পের কাছে একজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যিনি নিজেকে প্রাক্তন গোয়েন্দা এজেন্ট বলে দাবি করেছেন। আশরাফুল আলম নামক ওই ব্যক্তি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা।
কাশ্মীরের পহেলগাঁও হামলার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ এ পাকিস্তান সিঁদুরে মেঘ দেখছে। ভারত গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি। দিশেহারা হয়ে গিয়েছে পাক সেনারা। এই আবহে এমন ঘটনা যথেষ্ট উদ্বেগের। কারণ বাংলাদেশের সাথে এখন পাকিস্তানের সম্পর্ক ভালো।
জানা যাচ্ছে, এমএম তরাই এলাকার বাসিন্দারা প্রথমে ওই ব্যক্তিকে দেখতে পান। তার চলাফেরা যথেষ্ট সন্দেহজনক ছিলো। ব্যাঙডুবি সেনা ছাউনির ৫ এফওডি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ধারণা করা হচ্ছে ছয় মাস আগে রাজশাহী সীমান্তে নদী পার হয়ে সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।পুলিশ সূত্র নিশ্চিত করেছে, গ্রেপ্তারের সময় আলমের কাছে কোনও পরিচয়পত্র ছিল না।
তবে প্রাক্তন গোয়েন্দার এমনভাবে যাওয়ার কারণ কী? কে তাকে পাঠিয়েছে? তার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। এইসব প্রশ্নের উত্তর জানতে জেরা করা হচ্ছে।