ঢাকা: রাজাকারের দল জামায়াত। এরা কী ভীষণ পল্টিবাজ এটা তার আরো একটি প্রমাণ। গতকাল জুলাই সনদ নিয়ে হতাশ, আজকে আবার জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায়!
জাতির চিন্তায় চিন্তায় এমন দেখাচ্ছে এরা যেন হতাশ! অথচ পর্দার আড়ালে আরামে দেশ চালাচ্ছে এই জঙ্গীরাই। নির্বাচন নিয়ে ভণ্ডামি এদের।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আলোচনা না করে প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণায় জাতি হতবাক।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা ছিল প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। তা না করায় জাতি হতবাক ও বিস্মিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব তামাশা কথা বলেন।
ডা. তাহের বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পূর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার দীর্ঘদিনের যে ঐতিহ্য তা উপেক্ষা করে জুলাই ঘোষণার দিনেই নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় স্বার্থে প্রধান উপদেষ্টার ভোটের সময়সীমা ঘোষণাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল।
অতীতে সব গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল। সারা দেশে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি চলছে। আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনো নিশ্চিত করতে পারেনি।
এজন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে।