ঢাকা: এনসিপি জঙ্গীদের কর্মকাণ্ড দেখে পিত্তি জ্বলে যাওয়ার অবস্থা দেশবাসীর! এরা আদৌ মানুষ?
এই জঙ্গী, সন্ত্রাসীরা দেশকে বিক্রি করে কক্সবাজারে ষড়যন্ত্র করে, ফুটবল খেলে ফূর্তি করে!
রাজাকাররা দেশকে খুবলে খেয়েছে। রাতের বৃষ্টিতে ঘুরেফিরে সমুদ্র সৈকতে ফুটবল খেলেছে হাসনাত আব্দুল্লাহ।
বুধবার রাতে কক্সবাজারে ছিল ঝুম বৃষ্টি। তার মধ্যে দলীয় স্থানীয় নেতাকর্মীদের কয়েকজনকে সঙ্গে নিয়ে বৃষ্টির মধ্যে হোটেল-মোটেল রোডে ঘুরে বেড়াতে দেখা গেছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে।
সেখান থেকে তারা নামে সৈকতের বালিয়াড়িতে। একদল যুবক মিলে সেখানে ফুটবল খেলে।
মহানন্দে আছে এরা। কয়েক মাসে কোটি কোটি টাকা কামিয়ে, চাঁদাবাজি করে ফূর্তি করে কক্সবাজারে।
তার সঙ্গে দেখা যায় সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন ও স্থানীয় সংগঠক খালিদ বিন ওয়ালিদকে।
এদিকে সকালে একটি সূত্র থেকে খবর আসে সারজিস আলম সস্ত্রীক গাড়িতে করেই ফিরে যাচ্ছেন ঢাকা।
হোটেল প্রাসাদ প্যারাডাইসের ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বলেন, ‘তারা হয়তো লাঞ্চের পর চলে যেতে পারেন। কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’
পরে তিনি হোটেলটির অভ্যর্থনা কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন। এই কর্মকর্তা বলেন, ‘সারজিস আলম সকালে চলে গেছেন কি না, জানি না।
তবে তিনি বেরিয়েছিলেন আবার ফিরে আসছেন জানি। তারা কখন যাবেন সেই বিষয়ে আসলেই আমরা জানি না।
তাদের হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এখানকার স্থানীয় নেতারা। তাই কখন চেক আউট করবেন জানি না।’