ঢাকা: পেঁয়াজের দামে ঝাঁঝ। শুধু পেঁয়াজ না, বাজারে মধ্যবিত্তরা সবজি, মাছ- মাংস দেখে ঘুরে চলে আসছেন। কেনার সাধ্য নেই। দাম কমাতে ব্যর্থ মহাজন ইউনূস।
গত দুই–তিন সপ্তাহের ব্যবধানে এক কেজি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হয়েছে। এবং সেটি কোন কোন খুচরা বাজারে ১০০ টাকাও হয়ে যাচ্ছে।
পাবনার আড়তদাররা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধ অনেকদিন। বাজারে এখন যেসব পেঁয়াজ বেচাকেনা হয়, তার সবটাই দেশি।
ভারত ছাড়াও চলবে, ভারত বিরোধিতার সময় এইসব রাজাকারদের মনে থাকে না যে তাদের ভারত ছাড়া চলে না।
সব জিনিসের চড়া দামে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের।
দেখা গেছে রাজধানীর কারওয়ান বাজারসহ বেশির ভাগ বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। কিন্তু কিনতে হচ্ছে চড়া দামে।
মৌসুমি বৃষ্টির অজুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। করলা, কাঁকরোল, বরবটিসহ বেশির ভাগ সবজির কেজি এখন ৮০ টাকার আশপাশে।
আমদানি করা টমেটোর কেজি ১৪০-১৫০ টাকা। অন্যদিকে বেগুনের দাম ২০–৩০ টাকা বেড়ে ১০০-১২০ টাকা হয়েছে।
মুরগি, ডিমের দামও আকাশ ছুঁয়েছে। জনগণ খাবে কী? কয়দিন লবণ ভাত জুটবে কিনা সে নিয়ে হতাশ মানুষ।
তিন সপ্তাহ ধরে বাজারে আগের চেয়ে বাড়তি দামে মুরগি বিক্রি হচ্ছে। এক কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় এবং সোনালি মুরগি ৩০০ থকে ৩৩০ টাকায় বিক্রি হয়েছে।