ঢাকা: বাংলাদেশে ষড়যন্ত্র তথা জঙ্গী উত্থানের এক বছর হলো। এই এক বছরে অপশাসন ছাড়া বাংলাদেশ আর কিছু পায়নি।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে নিশানা করেন শেখ হাসিনা।

হাসিনা বলেন, ১৯৭১-এর মতো বাংলাদেশ ফের হায়নার কবলে পড়েছে। ইউনুস অবৈধ ভাবে ক্ষমতা দখল করেছেন। তাঁর সরকারের সব সিদ্ধান্ত অবৈধ।

৫ অগস্টের অভিজ্ঞতা তুলে ধরে হাসিনা বলেন, গণভবনে হামলা করা হয়। প্রধানমন্ত্রী হিসাবে আমার নিরাপত্তা ছিল। তারা পাল্টা জবাব দিলে দু পক্ষের মানুষ মারা যেত। আমি তা চাইনি। তাই ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম।

তারেক রহমানের কথাও বলেন তিনি। লন্ডন থেকে সে পরামর্শ দিয়েছিল মানুষ মারলেই ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।

হাসিনা বলেন, গত এক বছরের সমস্ত হত্যাকাণ্ডের জন্য ইউনুস দায়ী। তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন।

হাসিনা বলেন, আমি কাউকে হত্যা করিনি। আমি ন্যায় বিচারে বিশ্বাস করি। তাই বঙ্গবন্ধুর হত্যাকারীদের হত্যা না করে বিচারের মুখোমুখি করেছিলাম।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের উপর আস্থা রাখি। আমি বাংলাদেশে আস্থা রাখি। এবং বিশ্বাস করি আমাদের শুভদিন আসছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *