ঢাকা: দেশের বাচ্চাদের সুনাগরিক হবার জন্য পাঠের চেয়ে ভোটার হওয়ার পাঠ বেশি জরুরি! বলেই মনে করছেন প্রফেসর ইউনূস।

এ-ই দেশের শিক্ষা হলো অন্ধকার ব্যবসা। এইটাই প্রমাণ হচ্ছে ৫ আগস্টের পর থেকে।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাকি পাঠ্যসূচিতে ভোটার তালিকা প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গুরুত্ব ও কার্যক্রম অন্তর্ভুক্ত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি কমিটি গঠন করছে সংস্থাটি।

আগে মানবতার শিক্ষা দেয়া হতো পাঠ্যপুস্তকে। কীভাবে বাচ্চাটি মানুষ হবে, সেই শিক্ষা। এখন দেয় জুলাই শিক্ষা, রাজাকার শিক্ষা!

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামানকে আহ্বায়ক করে এই সংক্রান্ত পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার পরিকল্পনা করা হচ্ছে।

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই বিষয়ে বলেছেন, শিশু ও কিশোরেরা যেন এখন থেকেই ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব বুঝতে পারে, সেজন্যই এই পরিকল্পনা করা হচ্ছে।

এর জন্যে ইসি সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সব কর্মকর্তার কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।

লেখাগুলো দেখেশুনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে অন্তুর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা নেবে ইসি সচিবালয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *