বরিশাল: এবার আবারো উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে অনশন শুরু। করছেন শিক্ষার্থীরা।
সোমবার, ১২ মে রাত ১১টা থেকে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা।হাতে হাতে প্ল্যাকার্ড।
অনশনে বসা শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে মামলা ও জিডি করেছেন। তিনি ভিসি থাকার সকল নৈতিকতা হারিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের এক দফা দাবি মেনে নিতে হবে। নাহয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এই আন্দোলনে বরিশাল বিশ্বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন আছে, উপাচার্যের বাসভবনে তালা, একাডেমিক শাটডাউন করা হয়েছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শোচনীয়।