ঢাকা: কী একটা পরিস্থিতি ফ্লাইটের! জনগণ এখন ফ্লাইটে চড়তেই আর ইচ্ছা প্রকাশ করে না, এমন অবস্থা হয়েছে। পুরো ডাস্টবিন যেন!
‘শৌচাগারের সমস্যার’ জন্যে নিজেদের একটি ফ্লাইটের মাঝপথ থেকে ঢাকায় ফিরে আসার তথ্য দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যাত্রীরা অভিযোগ করেছেন, বিকল্প ফ্লাইটে যাত্রা শুরুর আগে তাদের লম্বা সময় অপেক্ষায় রেখে ভোগান্তির সৃষ্টি করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি-০৩২৭) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা ছিল বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে। এবং সেটা আবুধাবি পৌঁছানোর কথা রাত ১টা ৫৫মিনিটে।
কিন্তু যাত্রীদের মারাত্মক ভোগান্তিতে ফেলা হয়।
যাত্রা শুরুর আগে প্রথম দফায় যাত্রীদের বলা হয়, রাত পৌনে ১১টায় ফ্লাইট ছাড়বে। কিন্তু ওই সময়ে ফ্লাইট ছাড়েনি।
এক ঘন্টা দেরি করে প্রায় ১২ টায় বিমানটি যাত্রা শুরু করে। এক ঘণ্টা পর জানানো হয়, বিমানের তিনটি শৌচাগারের ‘ফ্ল্যাশ’ নাকি কাজ করছে না। ফলে সেই ফ্লাইট ঢাকায় ফিরিয়ে নেয়া হচ্ছে।
কী অদ্ভুত সমস্যা!
সেই মাফিক ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে এবং যাত্রীদের বাসে করে বিকল্প ফ্লাইটের কাছে নিয়ে যাওয়া হয়।
এই গেলো একপ্রস্ত ভোগান্তি যাত্রীদের।
দ্বিতীয় ফ্লাইটে আবার তোলার আগে যাত্রীদের বাসে ‘আটকে’ রাখা হয়। বাসের এসি বন্ধ এই গরমে। বিভৎস অবস্থা।
সেই ফ্লাইট পরে বাংলাদেশ সময় রাত সোয়া ৩টার দিকে বিকল্প ফ্লাইট আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়ে!
যাত্রীদের এখন যাত্রী বলে মনে করা হয় না বাংলাদেশে!