ঢাকা: থানা লুট করেছে বিএনপি জামাতের কর্মীরা, পুলিশ হত্যা করেছে তারাই। উপদেষ্টাদের কাছে, জামাতের কাছে অস্ত্র।
অস্ত্র উদ্ধারের নামে আওয়ামীলীগের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা হয়েছে। মেটিকুলাস ডিজাইনে সব।
স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন করেছে এই সরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টার লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কারের ঘোষণা করতে চাই বিষয়টি শুধু হাস্যকর না জাতির সাথে খেলা!
অথচ যারা থানা লুট করে অস্ত্র নিয়েছে তাদের অনেকের ভিডিও, ছবি আছে!! জামাত শিবির, সমন্বয়ক এদের কাছে সব অস্ত্র আছে!এদের ধরলে সব বেরিয়ে আসবে!
স্বরাষ্ট্র উপদেষ্টার চারপাশে অস্ত্র ছড়ানো তিনি চোখ দেখেন না!
দেশবাসীর সঙ্গে আর কত রঙ্গ- তামাশা কত প্রতারণা করবেন এই জঙ্গী অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা?
আগে নিজের সহকর্মী টোকাই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ জামাত- শিবির, হিযবুত তাহরীরসহ অন্য জঙ্গীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করুক।
তারপর পুলিশের- থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার করেন। নাকি অবৈধ অস্ত্র উদ্ধারের নামে আওয়ামী ঘরানার লোকদেরকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছেন হে অব: লে: জে: জাহাঙ্গীর সাহেব!
গণঅভ্যুত্থানের সময় হারানো অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে পুরস্কার ঘোষণা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এই কথা জানান।
উপদেষ্টা বলেন, আমাদের যেসব হাতিয়ার হারিয়ে গেছে, সেগুলো উদ্ধারে আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং পুরস্কার ঘোষণা করছি।
তা পুরস্কারটা কাকে দেবেন? নিজের বন্ধুদের?
তিনি বলেন, আমরা একটি কমিটি করে কত টাকা দিতে পারি, সে অনুযায়ী একটি সার্কুলার দেব।
কেউ খবর দিতে পারলে পুরস্কারটা তিনি পাবেন।
কত অস্ত্র এখনো উদ্ধার হয়নি জানতে চাইলে তিনি বলেন, আমাদের সাত শতাধিক অস্ত্র বাইরে রয়ে গেছে, এটা আনুমানিক।