কিশোরগঞ্জ: সামনের পিঁপড়া ধরতে গিয়ে যেন পেছনের হাতি পালিয়ে না যায়! চাঁদাবাজি, খুন, কর ফাঁকি দিয়ে বেঁচে যাওয়া জঙ্গী এনসিপি দের গ্রেপ্তারের দাবি উঠছে।

অপরাধীর সাজা হবে না কেন? তাঁরা উপদেষ্টা বলে? আর দালাল বিএনপি তো আছেই।

কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মুঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমনকে (৪৫) ২০ ড্রাম ভর্তি মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে কটিয়াদী মডেল থানার পুলিশ আটক করেছে।

জানা গিয়েছে, বাজিতপুর উপজেলার শাহরামপুর গ্রামের মাছ চাষী আবু তাহের (৭৫) রবিবার সকালে ২০ ড্রাম ভর্তি পাংগাশ মাছ একটি টমটমে তুলে কটিয়াদী পৌরসভার চরিয়াকোনা স্বনির্ভর বাজারের মাছের আড়তে বিক্রি করতে রওয়ানা দিয়েছিলেন।

তবে বড় ব্রিজ পার হওয়ার সময় মফিজুর রহমান সুমন ও তার ৪-৫ জন সঙ্গী মিলে তাঁকে টমটম থেকে নামিয়ে মাছের গাড়িটি নিজেরাই স্বনির্ভর বাজারে নিয়ে যায়।

এই ঘটনায় আবু তাহের দ্রুত কটিয়াদী মডেল থানায় গিয়ে একটি মৌখিক অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে পুলিশ মফিজুর রহমান সুমনকে আটক করে। কিন্তু তার সাঙ্গপাঙ্গরা মাছের গাড়ি নিয়ে পালিয়ে যায়। মাছ ফেরত পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *