ঢাকা: ডোনেশন…চাঁদাবাজি বলা যাবে না, এটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত।

এনসিপির নেতারা এভাবেই চাঁদাবাজি করছে! এদের পেট ভরছে না।

জঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে এবার ৫ লাখ টাকার চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম বন্দরের আন্দোলন দমাতে তিনি এই টাকা দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ভিডিওতে নিজামকে আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায়। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নতুন নয়।

অর্থলোপাট, তদবির, চাঁদাবাজি- কোটির নিচে কথাই বলে না সমন্বয়কেরা। অথচ ইউনূসের আস্কারা প্রাপ্ত এই জঙ্গীদের থামাবে কে?

জুলাই দাঙ্গার নেতৃত্ব দানকারী জঙ্গী প্লাটফর্ম বৈষম্য বিরোধী, নিজাম উদ্দিন এখন বিশাল বড় চাঁদাবাজ।

কিছুদিন আগে এক নারী এই নিজামের বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন।

অভিযোগের আবেদনে তিনি উল্লেখ করেন, “দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে ‘মিথ্যা’ মামলায় পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সদস্যসচিব নিজাম উদ্দিন। ”

চাঁদা না পেয়ে ঐ নারীর স্বামীকে ফাঁসানো হয়।

কিন্তু তারপরেও থামেনি জুলাই
সন্ত্রাসী নিজাম উদ্দিন।

আশ্চর্যজনক বৈছা এবং এনসিপির অন্নদাতা এবং কর্মী সহযোগী উগ্রপন্থী পাকিস্তান ভিত্তিক সংগঠন

জামায়াতের ইসলামির নেতাকে পর্যন্ত চাঁদা না পেয়ে মব তৈরি করে মারধর করে পুলিশে সোপর্দ করে নিজাম।

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামের একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জার কলে কথা বলতে দেখা যায়, যেটি আরেকটি ফোনে ভিডিও করা হয়।

শুরুতে আফতাব হোসেন বলেন, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে, তখন কী করব?’ জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?’

এ পাশ থেকে ‘হ্যাঁ’ জবাব দেন আফতাব। কত লাখ টাকা দেওয়া হয়েছে প্রশ্নে আফতাব বলেন, ‘পাঁচ’।

এরপর নিজাম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘আরও বেশি নিতা প্রেশার দিয়ে…তোমরা দেখো, ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না দেখো …..!

সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিনের সই করা একটি চিঠিতে শোকজ নোটিশ দেওয়া হয় বলে জানা যায়।

তবে এই শোকজে কী হবে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *