ঢাকা: একটা দেশ কেমন চলছে সেটি নির্ভর করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার এগুলোর ওপর।

বিগত এক বছরে এমন কোন দিন নেই যেদিন হত্যা, ছিনতাই, দুর্ঘটনা, ঘটেনি। এখন তো জলে স্থলে সর্বত্র খুনোখুনি।

কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কী মনে হয়? তাঁর মধ্যে সবসময় প্রহসনের ভাব! নেতৃত্ব বা নির্দেশনা দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবেনা।

এমন উপদেষ্টা থাকলে তাঁর অধীনে সব বাহিনীই ব্যর্থ হবে।

রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ এলাকায় একধরনের ব্যঙ্গাত্মক কথার প্রচলন আছে। সেটি হলো–‘ আরে মামুর ব্যাটা বইলছ কি’!

সেই কথাটি মনে পড়ে গেলো আমাদের লে: জে: জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা পরিস্থতির সন্তুষ্টিমূলক কথাবার্তা শুনে।

দেখি কী বললেন তিনি:

দেশে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থতি রয়েছে, সেই পরিস্থিতিতেই আগামী নির্বাচন করা সম্ভব। বললেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল দলকেও সহযোগিতা করতে হবে।

সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের শরীরে থাকা ৪০ হাজার বডিক্যামেরা সেন্টার থেকে মনিটর করা হবে।

সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ, আনসার মোতায়নসহ ৮০ হাজার সেনাবাহিনী ও বিজিবি সদস্য থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *