সাতক্ষীরা: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৭৮ জন ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশি এবং ৩ জন ভারতীয় নাগরিক।

উল্লেখযোগ্য যে, শুক্রবার ৯ মে বিকেল ৩টা নাগাদ সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী সুন্দরবনের মান্দারবাড়ীয়া এলাকার নদীপথে ঐ নাগরিকদের বাংলাদেশে হস্তান্তর করা হয়। এবং পরবর্তীতে মঙ্গলবার, ১৩ মে সকাল ১১টায় জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে পুলিশ ও কোস্ট গার্ড।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন বলেন,“৭৮ জনের মধ্যে ৭৫ জন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হওয়ায় মঙ্গলবার তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় হিসেবে বাকি তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাদের কাগজপত্র সঠিক আছে কি-না সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।”

প্রত্যর্পিত কয়েকজন ব্যক্তি জানিয়েছেন, গত ২৬ এপ্রিল ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরের সুরাট বস্তি স্থানীয় প্রশাসন ভেঙে ফেলে। সেদিন রাতে তাদের আটক করা হয়।

প্রসঙ্গত, ভারতের গুজরাট রাজ্যে এক হাজারের বেশি অবৈধ বাংলাদেশিকে আটক করেছিলো পুলিশ। আহমেদাবাদ ও সুরাটে গুজরাট পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর যৌথ অভিযানে অবৈধ বাংলাদেশীদের আটক করা হয়।

যাদের আটক করা হয় তাদের কারও কাছে বৈধ কোনো নথিপত্র ছিলো না।

আটককৃতরা গুজরাটে আসার আগে ভারতের বিভিন্ন জায়গায় থাকার জন্য পশ্চিমবঙ্গ থেকে জাল নথি সংগ্রহ করেছিল। জানা গিয়েছে, অবৈধ বাংলাদেশীদের মধ্যে অনেকে মাদক পাচার, মানব পাচারের সঙ্গে জড়িত ছিলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *