রাজশাহী: বিএনপি, বা এর ছাত্রদলের কাজই তো সর্বত্র দাদাগিরি, ছিনতাই, খুন, মব, চাঁদাবাজি! আশা পূরণ না হলে এরা যা ইচ্ছে তাই করতে পারে।

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৪০তম সিন্ডিকেট সভার আগে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা দিয়ে দিয়েছেন শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী ছাত্রদলের সাবেক এক নেতা।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে প্রক্টর ও নিরাপত্তাকর্মীদের সাহায্যে সাড়ে ৭টার দিকে তালা খোলা হয়।

যে নেতা এই কাজ করেছেন তাঁর নাম বুলবুল রহমান।

তিনি রাবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গিয়েছে, বুলবুল রহমান বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের শিক্ষক নিয়োগ নীতিমালা অনুযায়ী উর্দু বিভাগের ২০২৩ সালের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেন।

যেখানে আবেদনের যোগ্যতা ছিল অনার্স ও মাস্টার্সে পরীক্ষায় সর্বনিম্ন ৩.৫০ সিজিপিএ।

কিন্তু, বুলবুল রহমানের মাস্টার্সের ফলাফল সিজিপিএ ৩.৫০ এর উপরে থাকলেও অনার্স পরীক্ষার ফলাফল ছিল সিজিপিএ ৩.৩৫। এ তো দেখাদেখি কম।

এই কারণে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৫ সালে উর্দু বিভাগে ৩ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে বুলবুল রহমান সেটিকে মানবাধিকার লঙ্ঘন বলে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন। অর্থাৎ তিনি অসন্তুষ্ট।

হাইকোর্ট গত ১৩ জুলাই হতে ৪ মাসের মধ্যে উক্ত রুল নিষ্পত্তির আদেশ প্রদান করেন।

তিনি তাঁর ইচ্ছে মতো বলে যান, আমি উর্দু বিভাগের শিক্ষক নিয়োগ সম্পর্কে হাইকোর্টে একটি রিট করেছিলাম। রিটে আমার পক্ষে রায় আসে এবং ৬ মাস শিক্ষক নিয়োগ স্থগিতের আদেশ জারি করে।

আর আমার রিটের বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হাইকোর্টে আপিল করে। সেটাতে তাদের পক্ষেও রায় আসে আমার পক্ষেও রায় আসে।

সেখানে উল্লেখ আছে, ৪ মাসের মধ্যে পূর্ণ শুনানি করতে হবে। যেহেতু পূর্ণ শুনানি হয়নি, তাহলে শিক্ষক নিয়োগ তো স্থগিত রাখা উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা অমান্য করে শিক্ষক নিয়োগের চেষ্টা করছে।

উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেওয়ার কারণ কী? এর যুক্তি হিসেবে বুলবুল নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে ‘অস্বচ্ছতার’ অভিযোগ তুলছেন।

তিনি বলছেন, বিজ্ঞপ্তিতে তিনজনের কথা থাকলেও ছয়জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *