ঢাকা: বিশ্ব যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জঙ্গী নাহিদ ইসলাম ? দেশে কর্ম নাই, বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে। এদিকে সামরিক প্রশিক্ষণের উস্কানি দিচ্ছে এই জঙ্গী।

অস্ত্র এখন তাদের কাছে সহজলভ্য।‌যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা দেখতে পান না।

শাহজালাল বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে একে – ৪৭ এর ম্যাগাজিন পাওয়া গেছে।

জুলাই আন্দোলন ও সরকার পতন সম্পর্কে বলতে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, ” জুলাইয়ে শেখ হাসিনার পতন না হলে তাদের স্বশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল!” প্রশ্ন হচ্ছে , এই প্রশিক্ষণ তারা কোথায় পেয়েছিলেন?

তারা আগের থেকেই প্রশিক্ষিত জঙ্গী!

সরকারের বিরুদ্ধে স্বশস্ত্র যুদ্ধ করতে চাওয়া, বিটিভি ভবন , সেতু ভবন মুহূর্তে গান পাউডার দিয়ে জ্বালিয়ে দেওয়া এসব দীর্ঘ প্রশিক্ষণ ও পরিকল্পিত পরিকল্পনা ছাড়া কিছুতেই সম্ভব নয়।

এই পরিকল্পিত জঙ্গী ষড়যন্ত্রের সফল উত্থান হয়েছে ২০২৪ সালের ৫ আগষ্ট। ডিসেম্বরে এত উপদেষ্টার অফিস থাকতে নাহিদ ও আসিফের মন্ত্রণালয় পুড়ে যাওয়ার কথা মনে আছে আপনাদের?

ইঁদুর , বিড়াল কিছুই ঢুকলো না, অথচ পুড়ে গেল দুই উপদেষ্টার সকল অপকর্মের প্রমাণ ও নথি?

এতদিনে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে জুলাই অভূত্থান ছিল পাকিস্তানী আইএসআই ও আমেরিকার মেটিকুলাস প্লান।

২০১৮ সাল থেকেই শেখ হাসিনার পতনের আমেরিকার পাঁচ বিলিয়ন ডলারের ” অপারেশন বিডি” প্রকল্পের সাথে যুক্ত ছিলেন ইউনূস , আসিফ ও নাহিদের ছাত্রশিবিরের আপডেট ভার্সন ও জঙ্গী সংগঠন আইএসের আদলে গড়ে তোলা গণতান্ত্রিক ছাত্র শক্তি ও জামায়াতে ইসলাম।

বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গাদের আরাকান ইসলামী জঙ্গি সংগঠন আরসার একজন প্রধান স্বীকার করেছেন , ” জুলাই আন্দোলনে দেড় লাখ আরসা জ-ঙ্গী সহিংসতার জন্য আন্দোলনে যুক্ত হয়েছিল, না হলে জুলাই কখনোই সফল হতো না।

কুকি – চিনের কর্মকর্তারা স্বীকার করে নিয়েছে মাত্র কয়েক লক্ষ টাকার বিনিময়ে পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্যে ওরা জঙ্গীদের থাকা, খাওয়া ও প্রশিক্ষণের ব্যবস্থা করতো।

আরসা জঙ্গী , লস্কর -ই-তৈয়বা ও জইশ – ই মুহাম্মদের নিষিদ্ধ সব জঙ্গীদের মাধ্যমে জুলাই যোদ্ধাদের একটা বড় অংশ অবৈধ অস্ত্র দিয়ে প্রশিক্ষিত হয়েছে।

এখন তো এই জঙ্গীদের মুখ থেকে প্রশিক্ষণের কথা বেরোবেই।

এখন খেলা হবে অস্ত্রে অস্ত্রে! দেশের সার্বভৌমত্ব খেয়ে আর কিসের সার্বভৌমত্ব রক্ষায় এরা এখন প্রশিক্ষণের চাহিদার কথা বলছে?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ তিনি এই মন্তব্য করেন। সম্মেলনটি এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তি আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের সামরিকভাবে প্রশিক্ষিত করতে হবে এবং তাদের বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর তরুণদের মধ্যে যে শক্তি তৈরি হয়েছে, তা দেশের কল্যাণে কাজে লাগাতে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তার দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম দাবি করেন যে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ব্যর্থ করার জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছে, কিন্তু সমীকরণ এখনও শেষ হয়নি।

তিনি বলেন, এনসিপি গত এক বছরে অনেক ছাড় দিয়েছে, কিন্তু এখন আর ছাড় দেওয়ার সময় নেই। জুলাই সনদের উদ্দেশ্য প্রতিষ্ঠা করেই তারা নির্বাচনে অংশ নেবেন।

দলের অভ্যন্তরীণ ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ১/১১ এর মতো পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তিনি চাঁদাবাজি ও দলের সুযোগসন্ধানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *