ঢাকা: লাল স্বাধীনতার দেশে একজন ভিক্ষুকের দুইটা পয়সাও নিরাপদ না, সেখানে তো চিকিৎসক! মহাজন চেয়ে চেয়ে দেখছেন আর মজা নিচ্ছেন।
সব জায়গায় চাঁদাবাজি। জামাত, বিএনপি, এনসিপি সব এক লাইনে! কেউ বলে হাদিয়া, কেউ বলে ডোনেশন! অথচ চাঁদাবাজি এদের রক্তে।
চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইকবাল হোসেন নামের ওই চিকিৎসকের সাহায্য চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ওই সময় তাঁর মুখে রক্ত দেখা যায়।
৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে চিকিৎসককে বলতে শোনা যায়, ‘আমি ডাক্তার ইকবাল। বাকলিয়ায় পুরাতন চারতলায় আছি। আমাকে…বিএনপির হারুন; ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দিই নাই বলে আমাকে মারছে, আমাকে মারার জন্য খুঁজতেছে।
আমি লুকাই আছি একটা ঘরের মধ্যে। ৯৯৯-এ ফোন দিয়েছি। ২০-৩০ মিনিট হয়ে গেছে ওরা আসতেছে না। আমার ভাগনে-ভাগনিকে নিয়ে গেছে। আমাকে বাঁচান ভাই।’
পুলিশ সূত্র জানায়, ভিডিওতে থাকা ওই ব্যক্তি চট্টগ্রাম নগরের ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ইকবাল হোসেন (৩৮)।
জানা যাচ্ছে , বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, বাকলিয়া থানার নুর বেগম জামে মসজিদের পাশে চিকিৎসক ইকবাল হোসেন একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেন।
দীর্ঘদিন ধরে একটি চক্র তাঁর কাছে চাঁদা দাবি করেন বলে জানা যায়। চাঁদা না দেওয়ায় স্থানীয় গুণ্ডারা তাঁকে মারধর করেন।
চিকিৎসক ইকবাল হোসেন দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে হামলা হয়েছে। তাঁকে পুলিশ এসে উদ্ধার করে।