ঢাকা: আরেহ বাপু! আগে তো নির্বাচন হতে হবে, তারিখ নির্ধারণ হতে হবে, তারপর তো সংস্থা আসবে! নাকি?
নাকি তার আগেই সংস্থা এসে খাওয়া দাওয়া, লম্বা ঘুম দেবে!
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? হবেনা এটাই নিশ্চিত! তাহলে কী হবে? হাঙ্গামা হবে। আন্দোলনের নামে ভোগান্তি হবে। মানুষ মরবে।
এই দেশে দ্রব্যমূল্যের দাম থাকলেও মানুষের জীবনের কোনো দাম নাই।
নির্বাচনের টোপ দিয়ে ইউনুসীয় প্রহসনের রাজনীতি করা হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের টোপ ফেলেছে অবৈধ দখলদার ইউনুস গং। সেই টোপে কামড়াকামড়িতে লিপ্ত হয়েছে বিএনপি, জামায়াত সহ ক্ষমতালোভী চক্র।
ষড়যন্ত্রমূলকভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম।
হাস্যকর সব কাণ্ড!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধনের জন্য নাকি ৩৩১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আবেদন করেছে নির্বাচন কমিশনে (ইসি)। ১০ আগস্ট পর্যন্ত এসব সংস্থা ইসিতে আবেদন করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) নির্বাচন কমিশন সূত্র জানায়, ১০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ৩১৮টি এবং বিকেল ৫টার পর ১৩টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনে করে।
এর আগে ইসি জানায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এরই মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।
‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসারে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতা সম্পন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে দরখাস্ত আহ্বান করে ইসি। এরপর এসব সংস্থা আবেদন করে।