ঢাকা: ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন , বুধবার, ১৪ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন এই তথ্য।
গ্রেপ্তারদের বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা- তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)। তারা সবাই বহিরাগত এমনটাই বলা হচ্ছে।
ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, মঙ্গলবার (১৩ মে) রাত ১২টা নাগাদ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাম্য। তিনি মাস্টার্সে পড়াশোনা করেছিলেন।
রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।