ঢাকা: বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে ২ সেপ্টেম্বর রায় ঘোষণা করবে হাইকোর্ট।
কী আছে ১১৬ অনুচ্ছেদে?
এখানে বলা হয়েছে—বিচার-কর্ম বিভাগে নিযুক্ত কর্মকর্তা ও বিচারিক দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের নিয়োগ, পদোন্নতি, বদলি, কর্মস্থল নির্ধারণ ও ছুটি অনুমোদনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে।
তবে এই ক্ষমতা প্রয়োগ একক কর্তৃত্বে নয়—বরং সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে। এই কাঠামো বিচার বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে নির্বাহী ও বিচার বিভাগের এক সূক্ষ্ম ভারসাম্য প্রতিষ্ঠা করে।
বুধবার (১৩ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য ২ সেপ্টেম্বর ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।