মহেশখালী: দুর্নীতিবাজ, সন্ত্রাসী বিএনপির মুখের ভাষাই প্রমাণ করে তারা বিএনপি। আর পুলিশ প্রশাসনও একদম চুপ!

মব করুক, পুলিশকে গালাগাল দিক, পাথর চাপা দায়ে হত্যা করুক প্রশাসন ঠুঁটো জগন্নাথ! পুলিশ, সেনাবাহিনী যে পা চেটে বসে আছে এটাতেই প্রমাণ। টোকাই দলের কথায় গণহত্যা চালায়, পুলিশ অপমানেও মুখ বুঁজে থাকে।

থানার ওসিকে উলঙ্গ করে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন এক বিএনপি নেতা!

কক্সবাজারের মহেশখালী থানার ওসি মনজুরুল হককে ‘উলঙ্গ করে’ এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন।

বুধবার দুপুরে মহেশখালী পৌরসভার দীঘির পাড়ে আয়োজিত এক স্মরণসভায় ওসি মনজুরুল হককে উদ্দেশ্য করে আকতার হোসেন প্রকাশ্যে বলেন, “ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।”

স্মরণসভায় ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, মামলা বাণিজ্য ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন বিএনপির এ নেতা।

আখতার হোসেন দাবি করেন, “থানার ওসির চেম্বার এখন এক ধরনের দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। যে টাকা বেশি দেবে মামলা তারটাই নেবে। আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেব।”

ক্ষমতায় আসার আগেই এদের এই হুঁশিয়ারি, ক্ষমতায় এলে ঠিক আগের মতো মানচিত্র ছিঁড়ে খাবে বিএনপি।

ওসিকে হুঁশিয়ারি দিয়ে বক্তব্যে পৌর বিএনপির এ নেতা বলেন, “ওসি সাহেব, ফাইজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। মহেশখালী থেকে বের করবো। এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন- সব খবর আমার কানে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *