ঢাকা: পল্টি দিয়ে দিলেন নির্বাচন নিয়ে মহাজন ইউনূস! সংস্কারের টোপ দেখিয়ে গদিতে বসেছেন, সংস্কারের টোপ দেখিয়েই নির্বাচন বন্ধ করাচ্ছেন।

আর কত!? স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচনের কথা বলা ইউনূস পুরোপুরি পাল্টে দিলেন কথা। এই চেয়ারে বসেছেন,যাবেন কবে তার ঠিক নেই।

ইউনুস একা নন, তার এই পরিকল্পনার বাস্তবায়নে সক্রিয় রয়েছে জামাত-শিবির, এনসিপি এবং এক সময়কার ভয়াবহ মৌলবাদী জঙ্গি সংগঠনগুলো।

ইউনূসকে পুতুল সাজিয়ে গদিতে বসিয়ে সরকার চালাচ্ছে জামাত, এনসিপি এবং আগামিতেও এই স্বাদ তারা নেবে।

পুরনো সমস্যা ইউনূসের চোখে। পুরনো কী সমস্যা? সব সমস্যা তো ৫ আগস্টের পর! সেই সমস্যার সমাধান কে করবে?

গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরোনো সমস্যাগুলো ফিরে আসবে।

গত বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেলনিউজএশিয়া (সিএনএ) টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা বলেছেন।

সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, পরিষ্কার ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সরকারের দায়িত্ব নেওয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন, সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছেন বলে জানিয়েছেন তিনি।

মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন যদি বৈধ না হয়, তাহলে এর কোনো অর্থ নেই। আমার কাজ হলো এমন একটি গ্রহণযোগ্য, পরিষ্কার ও আনন্দদায়ক নির্বাচন নিশ্চিত করা।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা প্রায় আমাদের লক্ষ্যের কাছে পৌঁছে গেছি। বহু বিষয় সংস্কার প্রয়োজন, কারণ যে রাজনৈতিক ব্যবস্থা ছিল তা দুর্নীতিগ্রস্ত, অপব্যবহার ও অপপ্রয়োগে ভরা।

ইউনূস জানান, হাসিনা যেন বাংলাদেশ অস্থিতিশীল করার সুযোগ না পান, সে বিষয়ে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। আমরা বলেছি, আপনারা তাকে রাখুন, আমাদের বিচার চলবে। কিন্তু তিনি যেন দেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ না পান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *