ময়মনসিংহ: বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর এবং উত্তর-পূর্বের সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে দেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
বন্যা মানেই মানুষগুলোর দুর্গতির শেষ নেই। যেদিকেই তাকানো যায় শুধু পানি আর পানি।
ময়মনসিংহে কৃষকের মাথায় হাত পড়েছে।
কয়েক দিনের টানা বৃষ্টিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কৃষকের শত শত একর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেড়াবিলের বর্তমানের চিত্র এমনটাই। চারদিকে পানি।
কুতুবপুর গ্রামের আনোয়ার হোসেন বলছেন, জমির ধান বিক্রি করে ছেলে-মেয়েদের পড়াশোনাসহ সংসারের খরচ চলে। কিন্তু কয়েক বছর ধরে বৃষ্টি হলেই বিলে পানি জমে। এবারের বৃষ্টিতে গলা পানি হয়েছে বিলে।
তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে তিস্তা, দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে।
দুধকুমার নদীর পানি বিপৎসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল পানিতে ভেসে যাচ্ছে ।
নদী তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এমন সময়।