সাতক্ষীরা: ধানমণ্ডি ৩২ এ লুঙ্গি ডান্স, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাপড় নিয়ে অশ্লীল উল্লাস! বাঙালি কিসের পরিচয় দিচ্ছে খবর আছে?

বারংবার এই বদ্বীপে বঙ্গবন্ধুকে বিভিন্ন ভবে মুছে ফেলার চেষ্টা হয়েছে। ছবি ভেঙ্গে,ম্যুরাল ভেঙে। হামলা, মামলা গ্রেফতার তো নিত্যদিনের ঘটনা।

৩২ নম্বর পুড়িয়ে বুলডোজার হামলাও এই জাতি গভীর বিস্ময়ের সঙ্গে প্রত্যক্ষ করেছে।

ওরা কি জানে? আদর্শকে হত্যা করা যায় না!

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর এই উক্তি যথার্থ-“রাত্রী বলবে নেই,নক্ষত্র বলবে নেই,শহর বলবে নেই,সাগর বলবে নেই,

হৃদয় বলবে -আছে।”

এই যে ‘আছে’– তার পরিচয় তো ১৫ আগস্ট পাওয়া গেছে! একজন রিকশাওয়ালার বুকেও বঙ্গবন্ধু আছে। তা এই জঙ্গী, জামাতি, অবৈধ ইউনূসরা মুছে ফেলতে পারবে?

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুই যুবক এসে ভাঙা ম্যুরালে ফুল অর্পণ করেছেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার দুপুরে কয়েকজন সন্ত্রাসী এসে হাতুড়ি দিয়ে ম্যুরালটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *