সিলেট: কথায় আছে না রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসে হম্বিতম্বি শুরু করলো! সেটাই হয়েছে সাদা পাথরের ক্ষেত্রে।

দেশ ধ্বংসের কারিগর ইউনূসের নির্দেশে কত আজব চোরের আয়োজন দেশজুড়ে!

পাথর চুরি হয়ে যাওয়ার পর প্রশাসন এসে দেখাচ্ছে আমরা তো কাজ করছি!

জামাত, বিএনপি, এনসিপি সব দলগুলো মিলেমিশে আছে চোরাই কার্যে।

দেশের সম্পদ যারা চুরি করে তারা সবচেয়ে বড় সম্পদ লুণ্ঠনকারী এবং দেশবিরোধী। তারা কতটা ভয়ংকর হতে পারে বাংলাদেশের মানুষ এই দৃশ্যপট স্বচক্ষে দেখেছে।

প্রাকৃতিক পরিবেশে ঘেরা পাহাড়ি ঝর্নার সাদা পাথর চুরি করে যারা সৌন্দর্য নষ্ট করেছে তাদের শাস্তির আওতায় আনা হোক, দাবি উঠছে! কিন্তু কোথাকার কী?

বেচারারা পাথরগুলো নিয়েছে মূলত, এ গুলো বছরের পর বছর পানিতে থাকতে থাকতে ফ্যাকাসে হয়ে গেছে, তাই এই গুলো ধুয়েমুছে সাদা করতে বাড়িতে নিয়ে গেছে!! এখন আবার আগের যায়গায় রেখে যাবে! ইউনূসের গা ছাড়া ভাব দেখলে তো তাই মনে হয়!

জাফলং থেকে লুট হওয়া পাথর উদ্ধারে এখন কোমর বেঁধে অভিযানে নেমেছে প্রশাসন। বুধবার মধ্যরাত থেকে শুক্রবার পর্যন্ত টাস্কফোর্সের অভিযানে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থান থেকে দুই দিনে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।

ওরে বাব্বাহ! অনেক কাজ করতে হয়েছে তাদের।

বলা হচ্ছে, শুক্রবার জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে আরও ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে র‌্যাব। সব মিলিয়ে প্রায় ১৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। যা জাফলং থেকে লুট হয়েছে।

১০০ টাকা খরচ করে ১ টাকা আয়ের নাম হচ্ছে ইউনূসের প্রশাসন। অদ্ভুত সব রীতি। সব চোর বাটপার।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, জাফলং থেকে যে পাথরগুলো সরানো হয়েছে, আমরা সেই পাথরগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। এখন পর্যন্ত সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি।

তবে পাথর লুটপাটের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *